বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম: বর্তমান সময়ে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ টু সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবে এবং প্রয়োজনে ব্যাংক থেকে টাকা বিকাশে আনা যাবে। বিকাশ গ্রাহক মূহুর্তেই তাদের বিকাশ একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবে।

বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে সিটি ব্যাংকের একাউন্টে ট্রান্সফার এর জন্য অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। বিকাশ থেকে ব্যাংকে টাকা কোড ডায়াল করে ট্রান্সফার করার সুযোগ নাই। তাই বিকাশ টু ব্যাংক ট্রান্সফারের জন্য বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। যাদের স্মার্টফোন নাই তারা এই সুবিধা নিতে পারবে না।

বিকাশ এর সাথে সিটি ব্যাংকে এড করার নিয়ম—

  • আপনার ফোনে বিকাশ অ্যাপ ইন্সটল থাকতে হবে।
  • প্রথমে বিকাশ অ্যাপ-এ লগইন করুন
  • বিকাশ মেনু থেকে আরো অথবা More অপশনে ক্লিক করুন। 
  • বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করুন। তারপরে ব্যাংক একাউন্টে ক্লিক করুন। 
  • এবারের অনেক গুলো ব্যাংক এর নাম দেখতে পাবেন সেখান থেকে সিটি ব্যাংক নির্বাচন করুন।
  • পরবর্তী ধাপে ব্যাংক একাউন্ট নাম্বার "এগিয়ে যান" অপশনে ক্লিক করুন। 
  • তারপর প্রয়োজন তথ্য দেখে কনফার্ম করুন। 

আপনার বিকাশ একাউন্টের সাথে ব্যাংক একাউন্ট এড করা হয়ে গেলে। এখন আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ও প্রয়োজনে ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন। 

বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর পদ্ধতি


বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

  • নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাপ-এ লগইন করুন।
  • বিকাশ মেনু থেকে আরো অথবা More অপশনে ক্লিক করুন।
  • পূর্বের মতোই বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করুন। তারপরে "ব্যাংক একাউন্টে" অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সেভ করা সিটি ব্যাংক অপশনে ক্লিক করুন। 
  • আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্টটি নির্বাচন করুন
  • প্রয়োজনীয় টাকার পরিমান এবং রেফারেন্স দিন।
  • পরবর্তী ধাপে যান।
  • আপনার মোবাইল স্কিনে তথ্য গুলো দেখবে সব তথ্য ঠিক থাকলে কনফার্মেশনের জন্য আপনার বিকাশ পিনটি প্রদান করুন এবং পরবর্তী ধাপে ট্যাপ করে ধরে রাখুন।
প্রতি লেনদেনের পরিমান সর্বনিম্ন ৫০ টাকা এবং প্রতিদিন সর্বোচ্চ প্রতি লেনদেনের পরিমান ২৫,০০০ টাকা। একজন গ্রাহক প্রতিমাসে সর্বোচ্চ ২০০,০০০ টাকা লেনদেন করতে পারবে। 

বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর জন্য ২% চার্জ প্রযোজ্য যা আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে।
Post a Comment (0)
Previous Post Next Post