১৮ তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট ১

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে নিম্নে প্রশ্ন গুলো আপনারা জন্য গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতিকে এগিয়ে রাখতে এই মডেল টেস্ট গুলো নিয়মিত পড়াশোনা করতে পারেন। 

১৮ তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট


Q1. 'গাছ পাথর' বাগধারাটির অর্থ কি?

1. বাড়াবাড়ি করা
2. হিসাব নিকাশ
3. শক্ত গাছ
4. অসম্ভব বস্তু

Right Answer : 2

Q2. চর্যাপদের কবি কে?

1. ভুসুকুপা
2. চণ্ডীদাস
3. বিজয়গুপ্ত
4. বিদ্যাপতি

Right Answer : 1

Q3. ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

1. সুখের পায়রা
2. যক্ষের ধন
3. বসন্তের কোকিল
4. খোদার খাসি

Right Answer : 4

Q4. ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির অর্থ—

1. বাড়তি বোঝা
2. রূপের মোহ
3. ভূমিকা
4. ফিটফাট

Right Answer : 3

Q5. ভাষার মূল উপাদান হচ্ছে--

1. বর্ণ
2. বাক্য
3. ধ্বনি
4. শব্দ

Right Answer : 3

Q6. ভাষার মৌলিক রীতি কোনটি

1. লেখা ও বলার রীতি
2. কথা বলার রীতি
3. লেখার রীতি
4. বক্তৃতার রীতি

Right Answer : 1

Q7. 'সাম্য' প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?

1. মোহাম্মদ লুৎফর রহমান
2. মোহাম্মদ বরকতুল্লাহ
3. কাজী নজরুল ইসলাম
4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Right Answer : 4

Explanation : ব্যাখ্যাঃ সাম্যবাদী কাব্যগ্রন্থ লিখেন কাজী নজরুল ইসলাম এবং সাম্য প্রবন্ধ গ্রন্থ লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি

Q8. পল্লী সমাজ কার লেখা?

1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
2. মানিক বন্দ্যোপাধ্যায়
3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
4. রবীন্দ্রনাথ ঠাকুর

Right Answer : 1

Q9. কোনটি শরৎচন্দ্রের রচনা?

1. কৃষ্ণকান্তের উইল
2. নন্দিত নরকে
3. তিথিডোর
4. বৈকুণ্ঠের উইল

Right Answer : 4

Q10. বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাস কোনটি ?

1. ইন্দিরা
2. কৃষ্ণকান্তের উইল
3. রজনী
4. রাজমোহনস ওয়াইফ

Right Answer : 4

Q11. চর্যাপদের সবচেয়ে বেশি সংখ্যক পদের রচয়িতা কে

1. লুইপা
2. কাহ্নপা
3. কুকরীপা
4. ভুসুকুপা

Right Answer : 2

Q12. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? 

1. হরপ্রসাদ শাস্ত্রী
2. মুহম্মদ শহীদুল্লাহ
3. সুকুমার সেন
4. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Right Answer : 4

Q13. "মনোরমা" বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র ?

1. কৃষ্ণকান্তের উইল
2. দুর্গেশনন্দিনী
3. মৃণালিনী
4. বিষবৃক্ষ

Right Answer : 3

Q14. ব্রেইল ভাষা ব্যবহার করে

1. শ্রবণ প্রতিবন্ধীরা
2. মানসিক প্রতিবন্ধীরা
3. দৃষ্টি প্রতিবন্ধীরা
4. শারীরিক প্রতিবন্ধীরা

Right Answer : 3

Q15. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ?

1. পাল
2. মুঘল
3. সেন
4. তুর্কী

Right Answer : 1

Q16. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন ?

1. সুকুমার সেন
2. সত্যেন্দ্রনাথ দত্ত
3. দীনেশচন্দ্র সেন
4. মুহম্মদ শহীদুল্লাহ্

Right Answer : 3

Q17. ভাষার প্রাণ কোনটি ?

1. অর্থপূর্ণ বর্ণ সমষ্টি
2. অর্থপূর্ণ ধ্বনি
3. অর্থপূর্ণ বাক্য
4. অর্থপূর্ণ শব্দ

Right Answer : 3

Q18. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা নয় ?

1. গৃহদাহ
2. দেবদাস
3. মেজদিদি
4. অপরাজিত

Right Answer : 4

Q19. নিচের কোনটি বাগধারা ?

1. চৈত্র সংক্রান্তি
2. পৌষ সংক্রান্তি
3. শিব সংক্রান্তি
4. শিরে সংক্রান্তি

Right Answer : 4

Q20. ‘উভয় সংকট' কোন বাগধারার অর্থ ?

1. ঠোঁটকাটা
2. রাবণের চিতা
3. শাঁখের করাত
4. মিছরির ছুরি

Right Answer : 3
Post a Comment (0)
Previous Post Next Post